মাগুরা প্রতিদিন : প্রকৃতির চিরাচরিত নিয়মে আসে বসন্ত। শীতের আমেজ যেতে না যেতেই বাংলার সবখানে ঋতুরাজ বসন্তের আগমণি বার্তা পৌঁছে গেছে প্রকৃতির কানে কানে। আবাহনী সেই বার্তা নিয়ে মাগুরা প্রতিদিনের পাঠকদের জন্যে কবি অনন্যা হকের এবারের নিবেদন-
আজি বসন্ত বাতাস আমার বাতায়নে
-অনন্যা হক
আমার বাতায়নে কৃষ্ণচূড়ার ডাল দোলে,
বসন্ত বাতাস তারে ছুঁয়ে চলে যায়,
আমি পারি না ধরিতে তাকে,
দাঁড়িয়ে উদাস চোখে,
ফিরে আসে বারবার সুদূর দিনের রঙ,
বাতাস চলে যায় মাঠ ঘাট প্রান্তর পথ পেরিয়ে।
কত পথ হেঁটে এসে আবার সে পথ ডাকে,
সেই পথ,যে পথে ঝরা পাতা মাড়িয়ে,
সুশীতল সবুজ বনে,সোনালি কিরণ মেখে,
মনের মাধুরি তব দিশা হারায়ে।
পলাশের বনে কোকিলের কুহুতানে,
কোন সে চোখের মায়া,
আজও জাগে উদাস ঘোরে,
পথ চেয়ে বসে থাকি কোন সে তাহার তরে?
আমার আঙিনায় কেমল রোদের ঢল,
ফুলেরা কথাকলি, আনন্দে মাতামাতি,
পাখির পালকে উচ্ছ্বাস খেলে যায়,
উড়ে যায় আকাশের প্রান্ত সীমায়,
আমার কথা,আমার সে হাসি,
আমার চোখের ভাষা,আমার প্রেম
বুকে এসে বাসা বাঁধে,
আবার ফিরে আসে অবুঝ হৃদয়ে।
সবুজ কুশি বিকশি নতুন সাজে,
কিছু পাতা ঝরে থাকে মাটির বুকের পরে,
বসন্ত বাতাস তার ব্যথা নিয়ে চলে যায়,
অচেনা পথে প্রান্তরে,
ঝরা পাতা একদিন মিশে যায়,
বেদনার রঙ মেখে রোদ তবু হেসে ওঠে।
নতুনের হাসি নতুনের উচ্ছ্বাস,
ফুলের পাপড়ি, সবুজ পাতার গায়ে,
আমার ধূসরতা পলাশের লাল মেখে,
মনের সীমারেখা আজ উপেক্ষা করে।
মনের আনাচে নাচে তরঙ্গ হিল্লোল,
নিঃসঙ্গতায় একাত্ম হয় আনন্দ সমীরণ,
আমার বাতায়নে বসন্ত বাতাস
লুকোচুরি খেলে আজ রোদের সাথে,
ফুলের সাথে করে প্রেমের সন্ধি।
দুরন্ত দিনের মাঝে চঞ্চল হাওয়া
প্রেমের আবির ঢেলে হয়ে যায় অচেনা,
এ কোন প্রেম?
হৃদয় কাননে ঘুমিয়ে থাকে,
হঠাৎ জেগে ওঠে পাগলপারা।
কুয়াশা চলে গেছে দূর অরণ্যে,
আমার বাতায়নে সবুজ শাখা দোলে,
দাঁড়িয়ে থাকি আমি উদাস চোখে,
হাত বাড়িয়ে বাতাস ছুঁয়ে যাই,
হৃদয় সিক্ত হয় এ কোন আলোয়,
এ কোন প্রেমে?
আজি বসন্ত বাতাস আমার বাতায়নে,
হঠাৎ জেগে ওঠে মন পাগলপারা,
এ কোন প্রেমে??
#আজি_বসন্ত_বাতাস_আমার_বাতায়নে
অনন্যা হক