আজ, সোমবার | ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ১:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরার আঠারোখাদা গ্রামে ছেলের ছুরির আঘাতে বৃদ্ধ বাবা খুন মাগুরায় বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন মাগুরা জেলা যুবদল সভাপতি সম্পাদককে বহিস্কারের দাবি মাগুরায় ছাই কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন মাগুরায় গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্রীপুরে গাঁজা সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত শ্রীপুরে নবান্ন উৎসব মাগুরায় চাঁদাবাজী-সন্ত্রাসী মামলায় রিয়া জোয়ারদার জেল হাজতে ছাত্র আন্দোলনে নিহত সোহানের কবর জিয়ারত করলেন মাগুরার ডিসি

আমার কখনও একা লাগে না-অনন্যা হক

মাগুরা প্রতিদিন ডটকমের পাঠকদের কাছে খুবই পরিচিত কবি অনন্যা হক। তার সৃষ্ট কবিতার রূপ, রস, গন্ধ, সমৃদ্ধির গল্প সাহিত্যাঙ্গণেও বেশ পরিচিত । সঙ্গত কারণেই কিছু বিরতির পর ঈদকে সামনে রেখে সম্মানিত পাঠকদের জন্যে তিনি আবারও লিখেছেন তার কবিতা।

আমার কখনও একা লাগে না
-অনন্যা হক

আমি শুধু দূরে চলে যাই,
ধীরে ধীরে দূরে চলে যাই,
সকলের মাঝে থেকেও আমি যেন থিতু
হয়ে বসে থাকি যোজন যোজন মাইল দূরে।
কখনও চলে যেতে ইচ্ছে করে এক খণ্ড মেঘের সাথে ভেসে,
কখনও চলে যেতে ইচ্ছে করে অনেক দূরে আচমকা দমকা বাতাসের সাথে।

যখন বেদনাগুলো এসে বুকের মধ্যে জড় হয়ে বসে,
ইচ্ছে করে ডুবে যাই অস্তগামী সূর্যের সাথে,
কোন এক মায়াবী সন্ধ্যায়।
হৃদয় যদি কখনও ব্যথায় ভার হয়,
ইচ্ছে করে আঁধারের বুকে সমর্পিত হই।
আমি আঁধারে ডুবে যাই,
আমি দূরে চলে যাই, শুধু দূরে চলে যাই।

আমার মাঝেই বসবাস করে এক অন্য আমি,
যে আমাকে শক্ত হাতে ধরে থাকে,
ছায়ায় ছায়ায় পা মিলিয়ে হাঁটে,
আমার সাথে অহর্নিশ কথা বলে,
আমার কখনও একা লাগে না।
দূরে চলে গেলেও আমার কখনও একা লাগে না।

আমি গহীন অরণ্যে ঝরা পাতা খুঁজে বেড়াই,
খুঁজে বেড়াই উড়ন্ত বলাকার খসে পড়া সাদা পালক।
আমি আঁচল ভরে ঝরা পাতা কুড়াই,
শুনতে পাই ঝরা পাতার কান্না,
খসে পড়া পালকের আহাজারি।
দুঃখগুলো সাথে করে আমি দূরে চলে যাই।
দুঃখরা কখনও ছেড়ে যায় না,
আমার কখনও একা লাগে না।

ইচ্ছে করে মেঘ থেকে ঝরে পড়া এক ফোঁটা বৃষ্টি স্পর্শ করি।
আমি বৃষ্টি স্পর্শ করি,
আমি অজস্র বৃষ্টির ফোঁটার সাথে একাত্ম হয়ে যাই।
আমার মধ্যে বসবাস করে এক অন্য আমি,
আমার কখনও একা লাগে না।।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology