মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গাজাসহ খাদিজা বেগম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তার বাড়ি থেকে আধা কেজি গাজা উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার এস, আই রেজা জানান, সোমবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গৃহগ্রামে মাদক ব্যাবসায়ী খাদিজা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ঘরে লুকিয়ে রাখা আধা কেজি (৫০০ গ্রাম) গাজাসহ তাকে আটক করা হয়।
পুলিশের হাতে আটক খাদিজা আলোকদিয়া গ্রামের কবির হোসেনের স্ত্রী। সে দির্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।