মাগুরা প্রতিদিন ডটকম : ইসরাইলি হামলার প্রতিবাদে মাগুরায় মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় শহরের চৌরঙ্গীমোড়ে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১১ ব্যাচের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এসএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থী স্বাক্ষর, পান্না, মাসুম, সাজুক, শাহীন, ফরহাদ ও বাপ্পী প্রমুখ।
সোমবার থেকে শুরু হওয়া বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের শত শত স্থাপনা ধ্বংস হয়েছে এবং শিশুসহ প্রায় দু’শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। অবিলম্বে ইসরাইলের এ হামলা বন্ধে জাতিসংঘ সহ প্রভাবশালী দেশ ও সংস্থা সমূহের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন তারা।