মাগুরা প্রতিদিন ডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সময়ে ঢাকা, নারানয়নগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মনবাড়িয়ানসহ দেশের দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদি গোষ্ঠীর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন জেলার চার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনি· মিডিয়ার শতাধিক সাংবাদিক।
এছাড়া জেলার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এই প্রতিবাদ সমাবেশে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেন।
সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর ন্যাক্কারজনক জঙ্গী হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক সাইদুর রহমান, হোসেন সিরাজ, আবু বাসার আখন্দ, অলোক বোস, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ, কাজী আশিক রহমান, সরদার ফারুক আহমেদ, বিপ্লব রহমান বিকো, মুসাফির নজরুল প্রমুখ।
বক্তারা প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর জঙ্গী হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।