মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শেখ রাসেল এমপিএল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি শনিবার উন্মোচন করা হয়েছে। সকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এমপিএল ট্রফি উন্মোচন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
সংসদ সদস্য এডভোকেট সাইফ্জ্জুামান শিখরের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আয়োজিত শেখ রাসেল এমপিএল টি-টুয়েন্টি ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, টুর্ণামেন্টের আহবায়ক রানা আমীর ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯ ফেব্রয়ারি থেকে শুরু হতে যাওয়া এমপিএল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে ভায়না ক্রিকেট ক্লাব, আছাদুজ্জামান ক্রিকেট একাডেমী, স্কাইহার্ট ক্রিকেট ক্লাব ও বাবুল স্মৃতি ক্রিকেট ক্লাব এই চারটি দল অংশ নেবে।
টুর্ণামেন্টের স্পন্সর টাইটেল লোটো, ইলেকক্টা ইলেকট্রনি·, ট্রান্সকম ও আরিয়ান ইলেকট্রনি· বাংলাদেশ লিমিটেড রয়েছে বলে জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন জানিয়েছেন।