মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখরের মা মরহুমা মনোয়ারা জামানের বিদেহী আত্মার শান্তি কামনায় মাগুরায় শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে মাগুরা শহরের সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে ভক্তবৃন্দ এই বিশেষ প্রার্থনার আয়োজন করে। এ প্রার্থনা অনুষ্ঠানে শ্রী শ্রী ন্যাংটা বাবার ভক্তবৃন্দের পাশাপাশি জেলার সনাতন ধর্মের অনুসারি বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এড. আছাদুজ্জামানের সহধর্মিনী বেগম মনোয়ারা জামান রবিবার বিকাল সাড়ে ৫ টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।