মাগুরা প্রতিদিন : এসএসসির ফলাফলে যশোর বোর্ডের দশ জেলার মধ্যে মাগুরার অবস্থান নবম। আর সর্বশেষ স্থানে আছে নড়াইল জেলা।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় এ বছর গড় পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা জেলা। এ জেলার গড় পাসের হার ৯০ দশমিক ২১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে যশোর জেলা। এ জেলার গড় পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ।
এরপর ৮৬ দশমিক ৬ শতাংশ পাসের হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাগেরহাট জেলা। পঞ্চম স্থানে থাকা কুষ্টিয়া জেলার গড় পাসের হার ৮৫ দশমিক ২১ শতাংশ। ষষ্ঠ স্থানে থাকা মেহেরপুর জেলার গড় পাসের হার ৮৩ দশমিক ৭৩ শতাংশ। সপ্তম স্থানে থাকা চুয়াডাঙ্গা জেলার গড় পাসের হার ৮৩ দশমিক ৪৫ শতাংশ। অষ্টম স্থানে থাকা ঝিনাইদহ জেলার গড় পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ।
নবম স্থানে থাকা মাগুরা জেলার গড় পাসের হার ৮০ দশমিক ৯৮ শতাংশ। তলানিতে রয়েছে নড়াইল জেলা। এ জেলার গড় পাসের হার ৮০ শতাংশ।
যশোর শিক্ষা বোর্ডের দেয়া তথ্যমতে, খুলনা বিভাগের ১০ জেলায় ২ হাজার ৫৫৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন।