নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সহ-সভাপতি নির্বাচিত হলেন দেশের খ্যাতনামা ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির।
সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভায় ২০২১-২০২৩ মেয়াদের জন্য তিনি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নির্বাচনে নাজমুল হাসান পাপন ফের সভাপতি এবং হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম শফিউজ্জামান মহাসচিব হিসেবে পুননির্বাচিত হয়েছেন। এছাড়া ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ৩১ মার্চ অনুষ্ঠিত ৫০তম বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত করা হয়।
উল্লেখ্য, আবদুল মুক্তাদিরের হাত ধরে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের ওষুধ শিল্পে ভ্যাকসিনসহ বিভিন্ন জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন, বিপনন ও গবেষণা বিষয়ে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সবার আস্থা অর্জন করেছে।
বর্তমানে ৬০টিরও অধিক দেশে বিভিন্ন ধরনের মানসম্পন্ন ওষুধ রপ্তানি করে আসছে ইনসেপ্টা।