মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর বুধবার করোনার টিকা নিয়েছেন। সকালে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টার থেকে তিনি এই টিকা গ্রহণ করেন।
একই সময়ে তিনি ছাড়াও অন্যান্য সংসদ সদস্যরা মিডিয়া সেন্টার থেকে করোনার টিকা নেন।
টিকা গ্রহণ শেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জননেত্রি শেখ হাসিনার কল্যাণে আজ আমরা পৃথিবীর উন্নত অনেক রাষ্ট্রের মানুষের চেয়ে আগে এই টিকা নিতে পারলাম। এটি আমাদের সৌভাগ্য।
তিনি কোনো প্রকার ভয় না পেয়ে দেশের সকলকে করোনার টিকা নিয়ে সুস্থ্য জীবন যাপনের পরামর্শও দেন।