মাগুরা প্রতিদিন ডটকম : করোনা ভাইরাস আক্রান্ত মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের শারীরিক খোঁজ খবর নিতে বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকরা তার সরকারি বাসভবনে উপস্থিত হন।
মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা দুপুরে স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাদ্য সামগ্রি নিয়ে সেখানে পৌঁছান। এ সময় সাংবাদিকরা জেলা প্রশাসকের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দ্রুত তার সুস্থ্যতা কামনা করেন।
২৬ জুলাই জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার পাওয়া ফলাফলে তিনিসহ নতুন করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।