মাগুরা প্রতিদিন ডটকম : করোনা ভাইরাস আতঙ্কে রোগীশূন্য হয়ে পড়েছে মাগুরার মহম্মদপুর উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স। করোনা ভাইরাসের ঝুঁকি ঠেকাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মোবাইল নম্বর দিয়ে সর্দি, জ¦র, কাশি ও শ্বাসকষ্ট রোগীদের সেবা নিতে অনুরোধ করেছে হাসপাতাল কতৃপক্ষ।
করোনা প্রাদুর্ভাব শুরুর আগে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী বেড না পেয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে দেখা গেছে। অন্যদিকে বহির্বিভাগে চিকিৎসা নিতে হাসপাতালে আসতো প্রতিদিন শতশত রোগী। সেখানে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেক ভর্তি হওয়া রোগী হাসপাতালের ছেড়ে বাড়িতে চলে গেছে এবং বহির্বিভাগেও রোগীর সংখ্যা অনেক কমে গেছে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের নারী ও পুরুষ ওয়র্ডের প্রায় সকল বেডই ফাঁকা পড়ে আছে। বড় ধরনের অসুস্থতা ছাড়া কেউ হাসপাতালে ভর্তি হচ্ছে না বলে জানা যায়। বহির্বিভাগে করোনা আতঙ্কের কারণে নেই আগের মতো দীর্ঘ লাইন। অলস সময় পার করছেন ডাক্তার ও সেবিকাসহ অন্যান্যরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হলেও রোগী ভর্তি থাকে প্রায় সময়ই ৬০-৭০ জন কিন্তু করোনা ভাইরাস আতঙ্কের কারণে বর্তমানে ১২ জন রোগী ভর্তি রয়েছে। ভর্তিকৃত রোগীদের মধ্যে সবাই মারামারির রোগী। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন গড়ে ডাক্তারের সেবা নিতো ৩৫০ থেকে ৪০০ রোগী কিন্তু বর্তমানে সেবা নিতে আসে মাত্র ৪০ থেকে ৫০ জন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আবু আহসান বলেন, করোনা ভাইরাসের কারণে কোন রোগী ভর্তি হচ্ছে না। ভর্তি হওয়া অনেক রোগী হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে গেছে। তবে এখন আউটডোরে যেসব রোগী আসছেন তাদের শতকরা ৯০ ভাগই রোগীই জ¦র, কাশি, শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে আসছেন। সেক্ষেত্রে তাদের বাড়িতে বসে সেবা নেওয়ার জন্য হাসপাতালের হটলাইন নাম্বার (০১৭৩০৩২৪৬০৭) চালু করা হয়েছে। এ সব রোগীদের মোবাইল ফোনে সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।