মাগুরা প্রতিদিন ডটকম : করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে তিন কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে ম্যাক্স গ্রুপ।
রোববার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তার সঙ্গে ছিলেন ম্যাক্স গ্রুপের পরিচালক কানিজ ফাতেমা।
এ সময় মুখ্য সচিবের কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তিনি এর আগেও দেশের ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করেছেন। বর্তমানে এবং ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজনে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে জানান।
এ ছাড়াও ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে মাগুরায় এক হাজারেরও বেশি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।