মাগুরা প্রতিদিন : বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনিবাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মাগুরার কৃতি সন্তান নির্মল কুমার চ্যাটার্জীকে কেন্দ্রীয় সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মাগুরা জেলা শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
মাগুরা জেলা পূজা উৎযাপন পরিষদ সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাস, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, সেচ্ছাসেবকলীগের জাতীয় কমিটির সদস্য সাথী রহমান, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ গোপাল প্রমুখ।