মাগুরা প্রতিদিন : বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়ালেখক হিসেবে পুরস্কার পেলেন জনপ্রিয় অনলাইন “মাগুরা প্রতিদিন” সম্পাদক জাহিদ রহমান।
একই সাথে সম্মাননা পেয়েছেন সাংবাদিক পরাগ আরমান এবং চিন্ময় সাহা।
শুক্রবার ঢাকার পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা প্রদান করেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি, পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।