মাগুরা প্রতিদিন ডটকম : ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ইতিহাসের জঘন্যতম নারকীয় গণহত্যার শিকার শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মাগুরায় বধ্যভূমিকে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী করা হয়েছে। এ ছাড়াও সেখানে হাজারো মানুষের উপস্থিতিতে গণহত্যার শিকার শহীদদের আত্মত্যাগের উপর অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার রাত ৯ টায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের নবগঙ্গা নদীর ব্রিজঘাট চত্ত¡রের বধ্যভূমিতে ১ মিনিট ব্লাক আউট করে সারি সারি হাতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বিনম্র শ্রদ্ধা জানানো হয় গণহত্যার শিকার শহীদদের প্রতি। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আলি আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার আবদুর রহমানসহ আরো অনেকে।