মাগুরা প্রতিদিন ডটকম : একুশ আগস্ট গ্রেনেড হামলায় অভিযুক্ত আসামিদের ফাঁসির দাবিতে বুধবার মাগুরায় বঙ্গবন্ধু সৈনিকলীগ মানববন্ধন সমাবেশ করেছে।
বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার চার উপজেলার সহস্রাধিক মানুষ অংশ নেন।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিকলীগ মাগুরা জেলা শাখার সভাপতি মিন্টু বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কর্পোরাল (অব) আকরাম লস্কার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বিপুসহ আরো অনেকে।