মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার চাউলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক সাহেব আলি ছকাতি।
বৃহস্পতিবার তিনি নিজস্ব অর্থায়নে ওই ইউনিয়নের কর্মহীন ১শত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সব ত্রাণের মধ্যে রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি আলু এবং আধা কেজি ডাল।
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে ক্ষতিগ্রস্ত অসহায় বিভিন্ন পরিবারের পাশে সমাজের বিত্তশালি অন্যান্যদেরকেও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজসেবক সাহেব আলি ছকাতি।