মাগুরা প্রতিদিন : বাংলাদেশ ছাত্রলীগের আলোচিত দুই নেত্রি মাগুরার বেনজির হোসেন নিশি এবং সুস্মিতা পাণ্ডেকে পুলিশ গ্রেফতার করেছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নিশি মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের বিএনপি নেতা কুতুবুদ্দিনের ভাগ্নি এবং ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে শহরের সাতদোহা পাড়া এলাকার স্বপন পাণ্ডের মেয়ে।
তারা দু’জনই ভারতে যাওয়ার পথে সোমবার পুলিশের হাতে গ্রেফতার হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে সাতক্ষীরার দেবহাটা থানার পাশে স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করা হয়।
তিনি গত ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিলেন। ইতোমধ্যে তার নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
নিশিকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে বলে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী জানিয়েছেন।
অপরদিকে সোমবার বিকেলে ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে তার ছোট ভাই সত্যজিত পান্ডেকে সাথে নিয়ে সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে পুলিশ তাদের গ্রেফতার করে।
সুস্মিতা,ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানা হেফাজতে হস্তান্তর করা হবে।