মাগুরা প্রতিদিন ডটকম : ‘‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান”-এই স্লোগান নিয়ে জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস)।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, মাগুরা জেলা শাখার ব্যানারে শিক্ষকরা মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে তারা এই কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ইন্দ্রজিত বিশ্বাস।