মাগুরা প্রতিদিন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মোস্তফা কামাল শালিখায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শালিখা প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মুফতি মোস্তফা কামাল বলেন, বিগত সময়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তারা ব্যর্থ হয়েছে। তাই ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমাদের যৌথ প্রয়াস ছিল এবং ইসলামী রাষ্ট্র গঠনের একটি সুপরিকল্পনা ছিল। কিন্তু জামায়াতে ইসলামী আমাদের সঙ্গে বেইমানি করেছে।
তিনি বলেন, তারা নামেই ইসলামের দল। কিন্তু বাস্তবে কথা ও কাজে কোনো মিল নেই। আমাদের সঙ্গে প্রতারণা করায় আমরা ১১ দলীয় জোট থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছি।
এ সময় তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দিনে তিনটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে—দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা জনগণের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া। পাশাপাশি নারী সমাজের ক্ষমতায়ন ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি তাদের অগ্রাধিকার তালিকায় থাকবে।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. উসমান গণি সাঈফী, সাধারণ সম্পাদক হাফেজ ইলিয়াস হুসাইন, সহ-সভাপতি মীর আকবার আলী, অর্থ সম্পাদক ও শ্রমিক আন্দোলন উপজেলা শাখার নেতা মো. আবু সিদ্দিক মিয়া, মুফতি আবু তালহা, মাওলানা আ. সালাম যায়েফ, মাওলানা জাহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম, মো. রবিউল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।