মাগুরা প্রতিদিন ডটকম : জামিনে মুক্তি পেয়েই প্রতিপক্ষরা বুধবার রাতে ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবদুর রাজ্জাক মোল্যাকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিত্সাধিন রাজ্জাক মোল্যার ছোট ভাই বাবুল মোল্লা জানান, আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতিতে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই বুধবার আবদুর রাজ্জাকের উপর হামলা চালানো হয়।
বাবুল মোল্যা জানান, সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন। পথেই কয়েকজন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে করে এসে দেশি অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান। এতে তার মাথা, ঘাড়, গলা ও হাতের আঙুলগুলো কেটে যায়।
রাজ্জাক মোল্যার ঘনিষ্টজনেরা জানান, ইতোপূর্বে এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটে। যা নিয়ে রাজ্জাক মোল্যার পক্ষে থানায় একাধিক মামলা দায়ের করা হয়। যার একটি মামলার আসামীরা সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনে মু্ক্তি পেয়ে এলাকায় ফিরে এসেছে। তারাই এই সন্ত্রাসি হামলা চালিয়েছে বলে জানা গেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হামলাকারীদের আটকেরও চেষ্টা চলছে। তবে এ বিষয়ে থানায় সুনির্দিষ্ট মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।