মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির বলেছেন, জেনারেল জিয়া, খন্দকার মোস্তাককে সাথে নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছেন। কিন্তু এখন সেই পঁচাত্তরের পূনরাবৃত্তি আমরা মুজিব সেনারা বেচে থাকতে বাংলার মাটিতে হতে দেবো না।
মঙ্গলবার সন্ধ্যায় মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৪ নভেম্বর যশোরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার সহ অন্যান্যরা।
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে দলীয় নেতা-কর্মীদের বক্তব্যের সূত্র ধরে প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সামরিক শাসকের গর্ভ থেকে তৈরি হওয়া কোনো দল নয়। তাই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। সারাদেশে কেবলই উন্নয়নের ছোয়া। শেখ হাসিনা এদেশের মানুষকে শিক্ষার নিশ্চয়তা দিয়েছেন। ঠিকানাবিহীন মানুষকে দিয়েছেন ঠিকানা। দেশ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। যার সুবিধা নিচ্ছে বিএনপি জামাতিরা। ওই অপশক্তি ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ দেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না।
কর্মীসভায় উপস্থিত নেতৃবৃন্দ ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভা সফল করলে দলীয় নেতাকর্মীদের সতস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।