নিজস্ব প্রতিবেদক: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আবদুল মুক্তাদির সোমবার করোনাভাইরাসের টিকা নিয়েছেন। একই সঙ্গে টিকা নিয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির।
সোমবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আবদুল মুক্তাদির দম্পতি উপস্থিত হয়ে এই টিকা নেন। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হেড অফ এডমিন জাহিদুল আলম, চ্যানেল আই-এর সিনিয়র জিএম (অপারেশন) হেলাল খান সেখানে উপস্থিত ছিলেন।
টিকা নেওয়ার পর সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আবদুল মুক্তাদির বলেন, ‘ভ্যাকসিনই একমাত্র উপায় যা আমাদের সবাইকে সুরক্ষা দিতে পারে। ভ্যাকসিন নেওয়ার পর নিজে সুস্থ ও ভালো বোধ করছি।’
নিজের সুরক্ষার জন্য সবাইকে টিকা নেওয়া দরকার বলে অভিমত ব্যক্ত করার পাশাপাশি সকলের প্রতি অনুরোধ জানান তিনি।