মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকাস্থ শ্রীপুর উপজেলা সমিতির কার্যনির্বাহি কমিটির সভা এবং অভিষেক অনুষ্ঠান ১৮ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন, সচিব কাজী রওশন আক্তার, বৃহত্তর যশোর সমিতির সভাপতি মোঃ আক্তারুজ্জামান এবং সভাপতিত্ব করবেন শ্রীপুর উপজেলা সমিতির সভাপতি লেফট্যানান্ট কর্নেল মোঃ গোলাম মাওলা (অবঃ)।
শ্রীপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মিয়া মাসুদুর রহমান অভিষেক অনুষ্ঠানে ঢাকাস্থ শ্রীপুরবাসীকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।