মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকাস্থ মাগুরার শ্রীপুর উপজেলা সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ সভার মাধ্যমে নব নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতি ভবনে বিকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত কমিটির সভাপতি লে: কর্ণেল (অব) মোহাম্মদ গোলাম মাওলা এবং সভা পরিচালনা করেন নির্বাচিত সাধারণ সম্পাদক মিয়া মাসুদুর রহমান।
তিন বছর মেয়াদি শ্রীপুর উপজেলা সমিতির নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি যথাক্রমে কাজী রফিকুল ইসলাম, মো: আলাউদ্দিন, সুচিন্ত কুমার সাহা, কেএম হাসান রকিব আজাদ, মফিজ উদ্দিন আহাম্মদ (ডিআইজি), মাকসুদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মো: জুলহাস উদ্দিন ও প্রকৌশলী জোয়ার্দার তাবেদুন নবী। নির্বাচিত কোষাধ্যক্ষ বিএম সাইফুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুর রহমান শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন, দপ্তর সম্পাদক মো: অহিদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা ফায়েকুজ্জামান, কর্ম সংস্থান, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক এমডি জাহাঙ্গীর আলম জিল্লু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: পলাশ খান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: তমিজ উদ্দিন, শিক্ষা, যুবক ও ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম খান রুবেল, আইন ও পরিবেশ বিষয়ক সম্পাদক একরাম হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মীর মিজানুল ইমান, কৃষি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমনা ইয়াসমিন ববিতা।
এছাড়া কার্য নির্বাহি সদস্য হচ্ছেন যথাক্রমে কাজী শফিকুল আজম, অ্যাড. মিয়া সিরাজুল ইসলাম, অ্যাড. কাজী রেজাউল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অহিদুল ইসলাম, মো: মোকাদ্দেছ হোসেন, মো: ওবায়দুল হক, কাজী তরিকুল ইসলাম, মোল্যা জিল্লূ রহমান সংগ্রাম, শাহানাজ সীমু, মোস্তাফিজুর রহমান হান্নান, মো: নজরুল ইসলাম, রউচ উদ্দীন খান, স্বপন কুমার দে, শেখ মোহাম্মদ আবদুল হক, মো: আশরাফুল ইসলাম সোহাগ ও মো: মিজানুর রহমান।