আজ, বুধবার | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৮:১১


শীর্ষ করদাতার সম্মাননা পেলেন ইনসেপ্টা চেয়ারম্যান আব্দুল মুক্তাদির

মাগুরা প্রতিদিন ডটকম : ২০২১-২০২২ করবর্ষে ঢাকা সিটি কর্পোরেশনের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছেন ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির।

রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রধান করা হয়।

‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান ২০২২’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ফাতিমা ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং এনবিআর-এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology