মাগুরা প্রতিদিন ডটকম : দুর্নীতি-লুটপাট বন্ধ, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)।
বুধবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গীমোড়ে আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জাসাদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজুর রহমান প্রমুখ।
বক্তারা জ্বালানি খাতের ভুলনীতি, দূর্নীতি, লুটপাটের দায় জনগণের উপর না চাপিয়ে দুর্নীতি লুটপাট বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ।
জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু বলেন, জাসদ শরীক জোটের সদস্য হলেও সরকার একক সিদ্ধান্তে জ্বালানি তেল সারের মূল্যবৃদ্ধি করেছে। সরকারের মধ্যে ঘাটতি মেরে থাকা একটি বিশেষ গোষ্ঠির প্ররোচনায় মূল্যবৃদ্ধি করা হয়েছে। কতিপয় সুবিধাবাদি শ্রেণির লুটপাটের দায় জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়েছে তারা। এতে করে ব্যবসা, বাণিজ্য, কৃষিখাত সহ সকল ক্ষেত্রে অরাজকতা ও নৈরাজ্যের সৃষ্টি হয়েছে।
অবিলম্বে এই হটকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে জনগণকে ভোগান্তি থেকে রেহায় না দিলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে উল্লেখ করে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন।