মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা পরিস্থিতিতে ২০ জন মৎস্যজীবীকে বিশেষ প্রনোদনা দিয়েছে জেলা মৎস্য বিভাগ।
ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজলি প্রোগ্রাম-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় মৎস্য চাষি প্রতি ১০ হাজার টাকা মূল্যের মৎস্য খাবার ও মাছের পোনা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম আশিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান, সদর উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, সম্প্রসারণ কর্মকর্তা এস এম প্রিয়াংকা ফেরদৌস, ক্ষেত্র সহকারি সুবির কুমার দত্ত।