মাগুরা প্রতিদিন ডটকম : সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা অ্যাডভোকেট হাসান সিরাজ বলেছেন, মুক্তিযোদ্ধাদের পৃষ্ঠপোষকতায় সাবেক রাষ্ট্রপ্রতি এরশাদের অবদান ছিল অসামান্য। তিনি ছিলেন একজন প্রগতিশীল মানুষ ও রাজনীতিবিদ। দেশের অবকাঠামোগত উন্নয়নে তিনি এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বি।
শনিবার বিকালে মাগুরা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এরশাদের উপদেষ্টা মাগুরা জেলা জাপা আহ্বায়ক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা আরো বলেন, জাতীয় পার্টির শাসনামলে মানুষ শান্তিতে বসবাস করেছে। সরকারি কর্মচারিরা পেয়েছে তাদের ন্যয়সঙ্গত সম্মান। বিশ্বের বুকে বাংলাদেশ পেয়েছে উন্নয়নশীল একটি দেশের মর্যাদা। তার অবদান দেশের শান্তিকামি মানুষ দীর্ঘদিন মনে রাখবেন।
জাতীয় সংসদের সদ্য প্রয়াত বিরোধী দলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ক্যাপ্টেন খলিলুর রহমান, অ্যাড. আছাদুজ্জামান, নওশের আলি, জাপা নেতা ডাক্তার ওহিদুজ্জামান সাইদ, এম ফতেহ আলি টিপু, কল্পনা রাণী ঘোষ, সদস্য সচিব খান রবিউল হক মিঠু সহ আরো অনেকে।
আলোচনা সভায় মাগুরা জেলা সদর ছাড়াও শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।