মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে শহরের চৌরঙ্গী মোড়ে আলোক প্রজ্জ্বলন করে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
মোমের আলোয় আঁধার কেটে যাওয়ার প্রত্যাশা। ধর্ষক-নিপীড়কমুক্ত হোক বাংলাদেশ।-এমন সব শ্লোগান রেখে বুধবার সন্ধ্যায় শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ধর্ষণ-নিপীড়নের সব ঘটনার বিচার দাবি করে।
এ সময় জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এড.শাখারুল ইসলাম শাকিল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, ধর্ষকদের কোনো দল নেই। ধর্ষক যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে।নৈতিক বিপ্লবের মাধ্যমেই আমরা যেনো বাংলাদেশ থেকে ধর্ষণ ব্যধি দূর করতে পারি এইটি আমার প্রত্যাশা।