মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের দরিদ্র হেমায়েত শিকদারের ছেলে সিয়াম এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
সোমবার সহপাঠী পরীক্ষার্থীরা যখন ফলাফল পেতে স্মার্ট ফোনে ব্যস্ত অথবা স্কুলের বারান্দায় ভিড় করছে তখন সিয়াম বাবার সঙ্গে ক্ষেতের ধান কাটায় ব্যস্ত। পরে বাড়িতে ফিরে বন্ধুদের কাছ থেকে জানতে পারে তার পরীক্ষার ফল।
সিয়াম মহম্মদপুর উপজেলার সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়।
বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন শাহীন জানান, উপজেলার জাঙ্গালিয়া গ্রামের হেমায়েত শিকদার রাজমিস্ত্রির যোগালে (সহকারী) হিসেবে কাজ করেন। গ্রামে একখণ্ড জমির ওপর টিনের ঘর। এই ঘরেই পরিবারের সঙ্গে বসবাস করে সিয়াম। প্রাইভেট পড়া দূরের কথা, অভাবের সংসারে মাঝে মধ্যে ঠিকমতো খাবারও জোটেনি সিয়ামের। একটা ভালো পোশাকও ছিল না তার। সহপাঠীরা যখন যানবাহনে চেপে স্কুলে গেছে, তখন সিয়ামকে দুই কিলোমিটার হাঁটতে হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে তার কঠোর পরিশ্রমে।
সিয়ামের বাবা হেমায়েত শিকদার ছেলের ভালো ফলাফলে খুশি হলেও কপালে তার চিন্তার ভাঁজ। আগামীতে ছেলেকে কীভাবে উচ্চ শিক্ষা দেবেন সেই ভাবনা তাকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেন, ‘ভিটেটুকু ছাড়া চাষযোগ্য তেমন কোনো জমি নেই। সারা বছর রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কামলা খেটে সংসার চালাতে হয়। সব সময় কাজও থাকে না। জানি না কীভাবে তাকে কলেজে পড়াবো?