আজ, মঙ্গলবার | ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৭


নতুন পুরণ মিলিয়ে মাগুরায় আওয়ামীলীগের ৪ উপজেলা চেয়ারম্যান প্রার্থি ঘোষিত

মাগুরা প্রতিদিন ডটকম : ২৪ মার্চ অনুষ্ঠিতব্য মাগুরার ৪ উপজেলা পরিষদে নির্বাচনের জন্য আওয়ামীলীগের দলীয় চ‚ড়ান্ত প্রার্থির তালিকা শনিবার রাতে প্রকাশ হয়েছে।

আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার বিকালে গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে চূড়ান্ত প্রার্থী তালিকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী মাগুরা জেলার ৪ উপজেলায় প্রবীণ-নবীন মিলিয়ে প্রার্থিতা চুড়ান্ত করা হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদে মনোনয়ন পেয়েছেন প্রবীন রাজণৈতিক নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মাগুরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু।

অন্যদিকে শালিখা উপজেলায় মনোনয়ন পেয়েছেন আরেক প্রবীন নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার দে।

জেলার মহম্মদপুর উপজেলায় মনোনয়ন পেয়েছেন আশি’র দশকের তুখোড় ছাত্রনেতা বর্তমান মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল মান্নান।

 

এদিকে শ্রীপুর উপজেলা পরিষদের জন্যে দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পঙ্কজ কুমার সাহা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৪ মার্চ মাগুরার চারটিসহ মোট ১২৭ উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology