মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় ও নাকোল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তা, দেশবরেণ্য সাংবাদিক, কবি-সাহিত্যিক, সংগীত বিশারদসহ ১৩৫ জনকে জীবিত ও মরণোত্তর সংবর্ধনা এবং মেধাবী শিক্ষার্থীর মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় ।
পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশ নেয় ।