মাগুরা প্রতিদিন : মাগুরায় শালিখা উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, মহম্মদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আকতারুজ্জামান এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮৯ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ৫, ৬ ও ৭ ডিসেম্বর সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার আসামী হিসেবে রবিবার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর শ্রীপুর থানায় দায়েরকৃত মামলার আসামী হিসেবে বিএনপি ও অঙ্গ সংগঠনের মোট ২৪ নেতা-কর্মী আদালতে হাজির হলে এদের মধ্যে ৩ জনকে জামিন দেয়া হলেও বাকি ২১ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে ৬ ডিসেম্বর শালিখা থানায় দায়েরকৃত মামলার আসামী ৫৭ জনের মধ্যে ৯ জনকে জামিন দিয়ে বাকি ৪৮ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ৭ ডিসেম্বর দায়েরকৃত মামলার আসামী মহম্মদপুরের ২৪ নেতা-কর্মীর মধ্যে ৪ জনকে জামিন দেয়া হলেও ২০ জনসহ জেলার তিন উপজেলার মোট ৮৯ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে ২৬ জানুয়ারি শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ ৪৫ বিএনপি কর্মীকে জেল হাজতে পাঠানো হয়। ৫ ডিসেম্বর তাদের নামে শ্রীপুর থানায় একই আইনে পুলিশ বাদি মামলা দায়ের করা হয়।
মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন বলেন, বিপুল সংখ্যাক দলীয় নেতা-কর্মীকে জেল হাজতে পাঠানোর ঘটনা বর্তমান সরকারের ও স্বৈরচারী মনোভাবের অংশ। আগামী সংসদ নির্বাচন নিজেদের অনুকুলে রাখতে এ ধরণের দমনপীড়নের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে চলেছে বলেও উল্লেখ করেন তিনি।