মাগুরা প্রতিদিন ডটকম : বিশিষ্ট শিক্ষাবিদ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মাহফুজুল হক নিরো’র স্মরণে বৃহস্পতিবার মাগুরায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় উপস্থিত বক্তারা প্রয়াত শিক্ষক মাহফুজুল হক নিরোকে বাতিঘর হিসেবে আখ্যা দিয়ে বক্তব্য রাখেন। তিনি ছিলেন, একাধারে কবি, সমাজসেবী, রাজনীতিক, সমাজ সংস্কার, নাট্য ব্যক্তিত্ব। এমন গুনি মানুষ সমাজে কালেভদ্রেই জন্মে থাকেন এবং তার মতো নীতিবান মানুষের এই সমাজে বারবার জন্মগ্রহণ অপরিহার্য্য বলে উল্লেখ করেন বক্তারা।
বিকাল সাড়ে ৩ টায় মু্িক্তযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আয়োজিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
নাগরিক কমিটির আহ্বায়ক মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুল হাসানের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মফুজার রহমান, অধ্যাপক মাহফুজুর রহমান এমআর খান, অধ্যাপক কৃষ্ণপদ রায়, অধ্যক্ষ সূর্য কান্ত বিশ্বাস, অধ্য্যাপক নজরুল ইসলাম, বিএনপি নেতা ইকবাল আকতার খান কাফুর, আবদুর রউফ মাখন, অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মজিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভেকেট প্রদ্যুত্ কুমার সিংহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এসকেন্দার আজম বাবলু, অ্যাডভোকেট আলী কদর, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বিশিষ্ট ব্যবসায়ি আবুল হোসেন খান, প্রয়াতের ছোট ভাই বজলুল করিম রাখু, আমিরুল ইসলাম আন্না, জাতীয় মহিলা পরিষদ নেত্রি লিপিকা দত্ত, অ্যাডভোকেট হোসনে আরা আজিজ, প্রয়াত শিক্ষক মাহফুজুল হকের কনিষ্ঠ পুত্র আফতাবুল হক বিস্ময়, ডা. কাজী তাসুকুজ্জামান, অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, প্রধান শিক্ষিকা সুদিপ্তা নিপু, অ্যাডভোকেট অজয় বিশ্বাসসহ আরো অনেকে।
সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন মাগুরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন। পরে শোকপ্রস্তাবটি সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রয়াত শিক্ষক মাহফুজুল হক নিরো’র সহধর্মিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।