আজ, বৃহস্পতিবার | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে গ্রামীণ বিরোধে ক্ষতিগ্রস্ত পরিবারে যুবদল নেতার ঢেউটিন বিতরণ   মাগুরায় রাস্তার পাশে শ্রমিক লীগ নেতার মরদেহ কাউকে চাঁদাবাজী করতে দেবো না-মাগুরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রাজনীতিক ইকবাল আখতার খান কাফুর এবং কিছু কথা মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি টগর সম্পাদক নির্বাচিত ছাত্রলীগ নেত্রী নিশি এবং সুস্মিতা গ্রেফতার শালিখায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও তারণ্যের উৎস উদ্বোধন মাগুরা পৌরসভার সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুরের ইন্তেকাল মাগুরার সাবেক এমপি শিখর এবং স্ত্রীর নামে দুদকে মামলা মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত রাব্বির সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

নির্বাচনী প্রতিহিংসার শিকার হৃদয় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেন না

মাগুরা প্রতিদিন ডটকম : বাবার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে অনিশ্চিত হয়ে গেল মাগুরার শ্রীপুর উপজেলার নাকোর গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাইমুজ্জামান হৃদয়ের শিক্ষা জীবন। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রচণ্ড আঘাত ও পরীক্ষায় অংশ নিতে না পারার দুচিন্তায় ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে সে। হাসপাতালের শয্যায় কেবলি চোখের জলে কাটছে তার দিন। হৃদয়ের মানসিক ভারসাম্য ও স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শংকিত তার পরিবার। গত ২৫ মার্চ দুপুরে স্থানীয় নাকোল বাজারে একটি সন্ত্রাসী গ্রুপের হামলার শিকার হয় সে।

হৃদয়ের বাবা নাকোল ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা মিজানুর রহমান নওরোজ জানান, নাকোলের বাসিন্দা জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক নাকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়ার সমর্থকদের সাথে গত ২৪ মার্চ অনুষ্ঠিত শ্রীপুরের উপজেলা নির্বাচনে তার দ্ব›দ্ব হয়। এ উপজেলা নির্বাচনে শাহজাহান মিয়া আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাহামুদুল গনি শাহীনের পক্ষ নিয়েছিলেন। অন্য দিকে মিজানুর রহমান নওরোজ নেন আওয়ামীলীগ প্রার্থী পংকজ সাহার পক্ষ। নির্বাচনের দিন দুপুরে নৌকার এজেন্টদের শাহজাহান সমথর্করা নাকোল ভোটকেন্দ্র থেকে বের করে দেবার সময় উভায় দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ উত্তেজনাকে কেন্দ্র করে শাহজাহান ও তার লোকজন পরদিন ২৫ মার্চ ধারালো অস্ত্র নিয়ে নাকোল বাজারে মহড়া দেয়। এসময় কাউকে না পেয়ে শাহজাহানের লোকজন মিজানুর রহমানের ছেলে হৃদয়কে বাজারে পেয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। আহত হৃদয়কে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়াই ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিত্সাধীন।

মিজানুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলেটা লেখাপড়ায় ভালো। হৃদয়ের কামারখালি বীর শেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রী কলেজ থেকে এবার এইচ এসসি পরীক্ষা অংশ নেবার কথা। তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সন্ত্রাসীরা আমার সে স্বপ্ন গুড়িয়ে দিল। আসন্ন এইচ এসসি পরীক্ষায় অংশ নেবার মত কোন অবস্থা তার নেই। উপরন্তু মানসিক ভারসাম্য ও স্বাভাবিক জীবন নিয়ে আমরা শংকিত হয়ে পড়েছি। প্রচণ্ড মানসিক দুশ্চিন্তা ও পরীক্ষায় অংশ নিতে না পারার কষ্টে সে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। আমি এ হামলার বিচার চাই।

এদিকে এ বিষয়ে শাহজাহান মিয়া বলেন, মিজানুর রহমান নওরোজের হৃদয়ের সাথে ইভটিজিংয়ের একটি বিষয়ে স্থানীয় কিছু যুবকের বিরোধ হয়। এটির জের ধরেই এ ঘটনা ঘটেছে। এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক বিরোধের জের ধরে মিজানুর রহমান আমাকে ঘটনার সাথে জড়াচ্ছে।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ হামলায় জড়িত থাকার অভিযোগে মিন্টু শিকদার নামে একজনকে ধারালো অস্ত্রসহ আটক করেছে। এ ব্যাপারে আহত হৃদয়ের বাবা মিজানুর রহমান নাকোল ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ ১২ জনের নামে মামলা করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology