মাগুরা প্রতিদিন ডটকম : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘মাগুরা ইয়ুথ এসেম্বলি’র পক্ষ থেকে শনিবার বৃক্ষ রোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ৩ টায় শ্রীপুর ওয়েব ফাউন্ডেশন রেসপন্স প্রকল্প কার্যালয়ের সেমিনার কক্ষে মাগুরা ইয়ুথ এসেম্বলির আহ্বায়ক আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, ওয়েব ফাউন্ডেশন রেসপন্স প্রকল্পের মাগুরা জেলা সমন্বয়ক মোঃ ওসমান গণি, ইয়ুথ এসেম্বলি মাগুরা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
আলোচনা সভা শেষে ১০০ টি বৃক্ষ বিতরণ ও রোপন করা হয়।