আবু বাসার আখন্দ : তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তার সম্মানে রোববার মাগুরা শহরের শিবরামপুরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
কিন্তু সন্ধ্যাতেই শুরু বৃষ্টি।
অনুষ্ঠান পণ্ডের আশঙ্কায় আয়োজন সংশ্লিষ্টদের চোখ ভিজে উঠলেও মঞ্চে মাইক্রোফোন হাতে প্রতিমন্ত্রীর কণ্ঠে গাওয়া গানের মুর্ছনায় ভিজে গেলো উপস্থিত সকলের হৃদয়।
শহরের শিবরামপুর গ্রামে স্থানীয় সংসদ সদস্য
এড. সাইফুজ্জামান শিখরের বাগান বাড়ি।
সেখানেই আয়োজন নৈশভোজ এবং এই সঙ্গীত সন্ধ্যার।
বৃষ্টিভেজা সেই সন্ধ্যাটিকে অভ্যাগত অতিথিরা সত্যিকার অর্থেই মনোজ্ঞ হয়ে উঠতে দেখলো প্রতিমন্ত্রীর সরব উপস্থিতিতে।
পলক ব্যাণ্ডের তালে তালে প্রথমে গাইলেন-
সেই তুমি কেন এত অচেনা হলে।
তারপর গাইলেন-শ্রাবণীর মেঘগুলো জড়ো হলো আকাশে।
গানের মুর্ছনায় বিমোহিত হয়ে উপস্থিত দর্শক স্রোতাদের অনেকেই মঞ্চে উঠে সুর মেলালেন প্রতিমন্ত্রী পলকের সঙ্গে।
এর আগে স্থানীয় শিল্পী হাসি’র কণ্ঠে-
শুধু গান গেয়ে পরিচয় এবং
অনেক বৃষ্টি ঝ’রে তুমি এলে
গানে মাতোয়ারা হয়ে ওঠে উপস্থিত সকলেই।
এরপর কাঞ্চন বৈদ্য একে একে গাইলেন-
নিঃস্ব করেছো আমায় কী নিঠুর ছলোনায়,
এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা,
কত যে তোমাকে বেসেছি ভালো,
যদি কাগজে লিখ নাম।
সবশেষ শিল্পী বিকাশ সরকার গাইলেন আইয়ুব বাচ্চুর-ফেরারি এই মন।
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার বিকালে মাগুরায় নির্মাণাধিন শেখ কামাল আইটি ট্রেনিং এণ্ড ইনকিউবিশন সেন্টার পরিদর্শনে আসেন।
পরিদর্শন শেষে সন্ধ্যায় আয়োজন সঙ্গীতানুষ্ঠান।
সরকারের তরুণ এই প্রতিমন্ত্রী পলকের নিমিষেই পৌঁছে যাবেন দেশের আনাচে কানাচে।
ঘুরবেন দেশান্তরে।
নতুন নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হবেন তিনি।
ঝুলিতে জমবে আরো অনেক অনুভূতি।
কিন্তু বৃষ্টিভেজা এই সন্ধ্যাটির কথা রাতের অন্ধকার ফুঁড়ে তার স্মৃতিতে কোনদিন উঁকি দিক আর নাই বা দিক, অভ্যাগত অতিথিদের মনে এই সন্ধ্যার সুখস্মৃতি চির অমলিন হয়ে থাকবেই থাকবে।