মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পাঠশালা শিশু বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক হাসি কুরি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান ও প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করে।
সমগ্র অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন ।