মাগুরা প্রতিদিন ডটকম : পুলিশ বিভাগে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে ৬টি দাবি নিয়ে মাগুরা জেলা সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) মঙ্গলবার শহরে মিছিল সমাবেশ এবং পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টায় তারা শহরের সেগুন বাগিচা থেকে একটি মিছিল বের করে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল-জাসদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি।
পরে তারা পুলিশ সুপারের কার্যালয়ে আইনের শাসনের সহায়ক বাহিনী হিসেবে পুলিশের ভূমিকা নিশ্চিতকরণ, প্রতিকার প্রার্থিদের অবহেলা দূরীকরণ ও হয়রাণি বন্ধ, রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থান নিশ্চিতকরণ, অপরাধ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কর্মচারিদের বিচার, পুলিশী হেফাজতে নির্যাতন বন্ধ এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিতকরণ এই ৬টি দাবি সংবলিত স্মারক লিপি পেশ করে।
এ সময় মাগুরা জেলা জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জাসদ নেতা ওহিদুল ইসলাম ফণিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।