আবু বাসার আখন্দ : আজ পহেলা ফাল্গুন। আজ বসন্ত। গাছে গাছে, ফুলে ফুলে, প্রকৃতির সবখানে আজ বসন্ত। আর দোলা সকলের মনে মনে, প্রাণে প্রাণে।
বাংলা পঞ্জিকার একাদশতম মাস ফাল্গুন। আর ফাল্গুনের প্রথম দিন বসন্ত কালের শুরু। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৩ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন পালিত হয়। বসন্তকে বরণ করে নেয়ার জন্য বাংলাদেশ ছাড়াও প্রতিবেশি রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও ওড়িশাসহ আরো বেশকিছু রাজ্যে দিনটি বিশেষ উত্সবের সাথে পালিত হয়।
বাংলাদেশে জাতীয় বসন্ত উত্সব উদযাপন পরিষদ এই দিনকে বরণ করতে চারুকলার বকুলতলায় এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে প্রতিবছর জাতীয় বসন্ত উত্সব আয়োজন করে থাকে।
বাংলার এই অঞ্চলে, প্রাচীন আমল থেকেই বসন্ত উত্সব পালিত হচ্ছে। হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলোতে এই উত্সবের উল্লেখ পাওয়া যায়। হিন্দু বৈষ্ণবরাও এটি বেশ আয়োজনের সাথে পালন করে থাকেন।
প্রতিবেদন সংযুক্ত ছবিটি মাগুরার সদর উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে তোলা।