মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, গরীব মানুষের বিচারে প্রবেশাধিকার একটি সাংবিধানিক অধিকার। প্রত্যেকটি মানুষকে আইনি সহায়তা দেয়া আমাদের পবিত্র দায়িত্ব।” তিনি শনিবার মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়ন পরিষদে লিগ্যাল এইড বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় বাবুখালি ইউপি চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন লিগ্যাল কমিটি আয়োজিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বিচার, প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
দূর্যোগ দূর্বিপাক উপেক্ষা করে মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সাধারণ মানুষের আইনী সহায়তা নিশ্চিত করণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এদিন বাবুখালি ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণী মানুষকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় আইন বিষয়ে সাধারণ আলোচনা করেন সহকারী জজ জনাব অনুশ্রী রায় এবং সন্ঞ্চালনায় ছিলেন সহকারী জজ জনাব রোমানা রোজী।