মাগুরা প্রতিদিন ডটকম : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মাগুরার শালিখায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে মাগুরা জেলা তথ্য অফিস আয়োজিত এ প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমী মজুমদার।
শালিখা উপজেলা নির্বাহি কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে উপস্থিত সাংবাদিকদের মাঝে আলোচনা করেন।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রেসব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মিনা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার আবু বক্কার, ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার প্রমুখ।