নিজস্ব প্রতিবেদক: মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখরের সহযোগিতায় দূয্যোগ সহনীয় দুকক্ষ বিশিষ্ট পাকা ঘর পেলেন শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের দরিদ্র দিনমজুর মেরিনা বেগম।
নতুন ঘর পেয়ে মেরিনা বেগম খুবই খুশি। মেরিনা বেগম এর আগে কখনই ভাবেননি এত সুন্দর একটি ঘরে তিনি স্বামী সন্তান নিয়ে বসবাস করতে পারবেন।
মেরিনা বেগমের আগে ভাল একটি ঘর ছিল না। টিনের চালার একটা ভাঙা ঘর ছিল। ঝড় বৃষ্টি এলে ঘরে পানি ঢুকে পড়তো। রান্না বান্না করতে কষ্ট হতো। আত্মীয়স্বজন কেউ এলে শুতে দিতে পারতেন না। কিন্ত সেই কষ্ট তার মোচন হয়েছে নতুন ঘর পেয়ে।
কিছুদিন হলো মেরিনা বেগম নতুন ঘরে উঠেছেন। পাকা ওয়াল করা ঘরের সাথে রয়েছে আলাদা বাথরুম এবং রান্নাঘর। বসার জন্যও আলাদা জায়গা রয়েছে। মেরিনা বেগম জানিয়েছেন নতুন ঘর তিনি পেয়েছেন মাগুরা-১ আসনের সম্মানিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখরের সহযোগিতার কারণে। তাঁর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মেরিনা বেগম বলেন, নতুন ঘর পাওয়ার কারণে তাঁর জীবনের বড় এক স্বপ্নপূরণ হয়েছে। তাঁর পক্ষে কোনোদিনই এরকম একটি ঘর তৈরি করা সম্ভব ছিল না।
উল্লেখ্য দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এই ঘর একেবারে বিনামূল্যে তৈরি করে দেওয়া হয়েছে।