মাগুরা প্রতিদিন ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার মাগুরায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খালের ধারে বৃক্ষরোপন শুরু হয়েছে।
দুপুরে মাগুরা সদর উপজেলার হাওড়খালি খালের পাড়ে নানা জাতের ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
এর আগে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন এবং মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নদী ও খালপাড়ে ১০ লক্ষ চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে তারা জানান।