মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদ এবং মৌলবাদি ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে রবিবার সকালে মাগুরায় মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকলীগ ছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শেখ মেহেদি হাসান সালাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান, জিয়াউদ্দিন মৃধা, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অরূপ দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ অন্যরা।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হাজার বছরের শ্রেষ্ঠ এ সন্তানকে নিয়ে জাতীর গৃহীত কর্মসূচিকে নস্যাত করার জন্য ভাস্কর্য নির্মাণ নিয়ে নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারি ফতোয়াবাজরা। তাদেরকে আইনের আওতয়ায় এনে বিচারের দাবি জানান বক্তারা।