আজ, মঙ্গলবার | ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৩


বঙ্গবন্ধু ফুটবল লীগ ফাইনালে আছাদুজ্জামান একাডেমী চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিদিন : মাগুরায় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী ৩-০ গোলের ব্যবধানে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ১ম অর্ধের ৩৭ মিনিটে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমীর চৌকষ খেলোয়াড় অরুপ বৈদ্য প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।

২য় অর্ধের ২৩ মিনিটে সুজন ও ৩৫ মিনিটে রয়েল আবার আছাদুজ্জামান স্পোর্টস একাডেমীর পক্ষে আরো ২টি গোল করে।

নির্ধারিত খেলা শেষে ৩-০ গোলে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী জয়ী হয় ।

খেলা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের,অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, ইনসেপ্টা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ডিজিএম মো: জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান লাজুক উপস্থিত ছিলেন।

এবারের লীগে ৭টি গোল করে সেরা গোলদাতা আছাদুজ্জামান স্পোর্টস একাডেমীর রয়েল, সেরা উদীয়মান খেলোয়াড় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমীর সুজন,লীগ সেরা খেলোয়াড় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমীর কৃষ্ণ মালী পুরস্কার অর্জন করে।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা ফুটবল এসোসিয়েশন মাগুরা এ লীগের আয়োজন করে । মাসব্যাপী এ লীগে সদরের ১২ ফুটবল দল অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology