মাগুরা প্রতিদিন ডটকম : দেশের বাইরে থেকে একজন রাজনৈতিক বিরোধিতার নামে দেশে সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে। রাজনীতি করার ইচ্ছে থাকলে দেশে ফিরে আসুক। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পন করুক। কিন্তু তা করবেন না। বিএনপি’র কাজই হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। তাদের আগুন সন্ত্রাস জনগণ ভালোভাবে নেয় নি। তারা নির্বাচনে যায়ই কেবল নির্বাচনকে বিতর্কিত করার জন্য।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর সোমবার দুপুরে বিএনপি-জামাত জোটের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মাগুরায় জেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কথাগুলো বলেন।
শহরের সেগুনবাগিচা এলাকায় জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগ সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সাইফুজ্জামান শিখর আরো বলেন, আমাদের ভালো থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হয়েছে। তার ছবিতে ভেঙ্গে ফেললে আওয়ামীলীগ নেতাকর্মীরা তা মেনে নেবে না।
সাইফুজ্জামান শিখর আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। পৃথিবীর অনেক দেশের চেয়ে উন্নয়ন সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। আওয়ামীলীগ দেশের জনগণের প্রয়োজনে, জনগণের চাহিদা পূরণে এবং জনগণের কল্যাণের রাজনীতি করে। আওয়ামীলীগ সরকারের একটাই উদ্দেশ্য তা হচ্ছে দেশের উন্নয়ন ও মানুষের মুখে হাসি ফোটানো।
সেগুনবাগিচার সমাবেশের আগে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি-জামায়তের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ গ্রহণে মিছিলটি শহরের ভায়নার মোড় ঘুরে সমাবেশ স্থলে ফিরে আসে।