মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মহম্মদপুর উপজেলার তল্লাবাড়িয়া গ্রামে ধুনিয়া ক্ষেতের মধ্যে অজ্ঞাত এক গৃহবধূর মৃতদেহ পাওয়া গেছে। মহম্মদপুর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, বিকালে এলাকাবাসি বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামের জামিরুল মোল্যার ধুনিয়া ক্ষেতের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যা ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকারজা নান, আনুমানিক ২৫ বছর বয়সি মহিলাটি সাধারণ পরিবারের বলে মনে হয়। তাকে গত রাতের কোন এক সময় শ্বাসরোধ করে হত্যার পরে ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।